পূর্ব রেলের শিয়ালদহ মেইন শাখার বেশ কিছু রেল স্টেশনে চলছে চিত্রাঙ্কনের কাজ। পরিবেশ বান্ধব বার্তা দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে রেল ।
পূর্ব রেলের শিয়ালদহ মেইন শাখার বেশ কিছু রেল স্টেশনে চলছে চিত্রাঙ্কনের কাজ | পরিবেশ বান্ধব বার্তা দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে রেল | ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা এই ছবি আঁকার কাজ করছেন | এদিন শিয়ালদা শাখার জগদ্দল স্টেশনে হয় চিত্রাঙ্কনের কাজ | জানা গেছে, চলতি বছরেই শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্টেশনে পর্যবেক্ষণে আসবেন পূর্ব রেলের আধিকারিক | তার আগেই স্টেশন গুলিকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রেলের তরফে |