ভারতের স্বাধীনতা প্রাপ্তির কয়েক বছর আগেই প্রয়াত হন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কবিগুরুর নাম। তাঁর লেখা গানই যে ভারতের জাতীয় সঙ্গীত।
১৯১১ সালে 'জন-গণ-মন' রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীন ভারতে ১৯৫০ সালে এই গানের কিছু অংশকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার ভারতের ৭৮-তম স্বাধীনতা দিবসে দ্য নোবেল প্রাইজের 'এক্স' হ্যান্ডলে রবীন্দ্রনাথের হাতে লেখা ‘জন-গণ-মন’-এর পাণ্ডুলিপি শেয়ার করা হয়েছে। এর সঙ্গে লেখা হয়েছে, 'ভারতের জাতীয় সঙ্গীত জন-গণ-মন। প্রথমে বাংলায় এই গান রচনা করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৩ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।' শুধু ভারতই নয়, এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ। তিনি রাশিয়া, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে সমাদৃত। নোবেল কমিটিও তাঁকে সম্মান জানিয়েছে।
'ভারত ভাগ্য বিধাতা'-র একাংশ জাতীয় সঙ্গীত
১৯১১ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথমবার রবীন্দ্রনাথ রচিত 'ভারত ভাগ্য বিধাতা' গাওয়া হয়। এরপর ১৯১২ সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় এই গান। পাঁচ স্তবকের ব্রাহ্ম স্তোত্রটির প্রথম স্তবকটি পরবর্তীকালে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এই কারণে ভারতের জাতীয় সঙ্গীত 'জন-গণ-মন' হিসেবে পরিচিত। 'ভারত ভাগ্য বিধাতা'-র বাকি স্তোত্রগুলি খুব বেশি পরিচিত নয়।
স্বাধীন ভারতের গর্ব 'জন-গণ-মন'
ভারতের জাতীয় সঙ্গীত 'জন-গণ-মন' এবং জাতীয় গান 'বন্দেমাতরম'। এই দুই গানই রচনা করেছেন বাঙালিরা। রবীন্দ্রনাথ যেমন 'জন-গণ-মন' রচনা করেছেন, তেমনই 'বন্দেমাতরম' রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামীদের মন্ত্র ছিল 'বন্দেমাতরম'। কিন্তু বঙ্কিমচন্দ্র রচিত এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়নি। তবে দুই বাঙালির রচিত গান ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে রবীন্দ্রনাথের পাশাপাশি বঙ্কিমচন্দ্রকেও স্মরণ করা হচ্ছে এবং তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বসানো ফলকে নাম নেই খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের! আন্দোলনের হুঁশিয়ারি মমতার
পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে রাজা রামমোহন রায়ের নাম! ভাইরাল পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক