Weather News: আরও বাড়বে ঠাণ্ডার প্রকোপ, কলকাতা-সহ জেলাগুলিতে পারদ আরও নামার সম্ভাবনা

Published : Dec 17, 2023, 06:55 AM IST
weather winter kolkata west bengal darjeeling

সংক্ষিপ্ত

দক্ষিণের জেলাগুলিতে দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রির থাকলেও সন্ধের পর নামছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

বড়দিন এবং নতুন বছরের উৎসবের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে ঠাণ্ডার দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে আবহাওয়াজনিত কোনও বাধা না থাকায় রাজ্যে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রির থাকলেও সন্ধের পর নামছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

অন্যদিকে, দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা নেমে গেছে অনেকটাই। একটানা বেশ কয়েকদিন ধরে দার্জিলিং কালিম্পং- এ তুষারপাত অব্যাহত রয়েছে। কাশ্মীর উপত্যকায় হাড় হিম করা ঠান্ডা রয়েছে। তুষারপাতের পাশাপাশি নদী ও জলপ্রপাতও জমাট বাঁধতে শুরু করেছে। সর্বশেষ তুষারপাতের পর অনেক সুন্দর হয়ে উঠেছে মানুষের প্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত গুলমার্গ। তুষারপাত গুলমার্গের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এখানে প্রায় ৬ ইঞ্চি তুষার জমে আছে।

নতুন বছরের শুরুতেও একইরকম ঠাণ্ডার দাপট চলবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়াজনিত কোনও বাধা না থাকায় রাজ্যে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে দিনের বেলা তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে থাকলেও সন্ধের পর হুড়মুড়িয়ে নামছে পারদ।

আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে, ফলে তাপমাত্রা আরও কমবে। দিঘাতেও আবহাওয়া মনোরম থাকবে। কনকনে ঠাণ্ডার আমেজ পেতে পারেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। তবে, রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে যেতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
মেসি কাণ্ড: দুই তৃণমূল মন্ত্রীর গ্রেপ্তারের দাবি বিজেপির, কার নামে বোমা ফাটালেন শুভেন্দু?