ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী ও সুবর্ণরেখার জলেই ভেসেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতেই কী বন্যার ছক মমতার? নথি দেখিয়ে প্রশ্ন জগন্নাথ চট্টোপাধ্যায়ের।
দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকেই দায়ী করল বিজেপি। ডিভিসি-র ছাড়া জলে নয়, রাজ্যের ছাড়া জলে বানভাসি হয়েছে দক্ষিণবঙ্গ। ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী ও সুবর্ণরেখার জলেই ভেসেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতেই কী বন্যার ছক মমতার? নথি দেখিয়ে প্রশ্ন জগন্নাথ চট্টোপাধ্যায়ের।