'রাত দখলের' রাতে আর জি করে তাণ্ডব! দুর্বৃত্তদের হামলায় পিছু হটল পুলিশ। বহিরাগতরা ভেঙে তছনছ করলো আর জি করের একাধিক বিভাগ।
'রাত দখলের' রাতে আর জি করে তাণ্ডব! দুর্বৃত্তদের হামলায় পিছু হটল পুলিশ। বহিরাগতরা ভেঙে তছনছ করলো আর জি করের একাধিক বিভাগ। দুর্বৃত্তদের আক্রমণে নষ্ট হলো জীবনদায়ী ওষুধ, চিকিৎসার সরঞ্জাম। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিভিন্ন বিভাগের রোগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেলে পুলিশ। ঘটনায় জখম হলেন একাধিক পুলিশ।