পুজোর আগেই হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা? বিরাট ঘোষণা করে রুটিন জানিয়ে দিল শিক্ষা সংসদ

আগামী সেপ্টেম্বর মাসেই একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে। রুটিন অনুযায়ী দূর্গাপুজোর আগেই শুরু হয়ে যাবে এই পরীক্ষা।

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠনে আমূল পরিবর্তন আসতে চলেছে আগামী শিক্ষাবর্ষ থেকেই। ছাত্র-ছাত্রীদের জীবনের এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষাটির সিলেবাসও বদলে যাবে সম্পূর্ণরূপে। যেসব ছাত্রছাত্রীরা এ বছর মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণিতে উঠেছে তারাই প্রথম এই ধরনের সিলেবাসে পরীক্ষা দেবে। সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হবে ২০২৬ সাল থেকে।

যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি অনুসারে আগামী সেপ্টেম্বর মাসেই একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে। রুটিন অনুযায়ী দূর্গাপুজোর আগেই শুরু হয়ে যাবে এই পরীক্ষা। ১৩ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারের পরীক্ষার রুটিন নিম্নে তুলে ধরা হলো।

Latest Videos

১৩ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবারঃ বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, পঞ্জাবি।

১৮ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবারঃ হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম প্রভৃতি ভোকেশনাল বিষয়

১৯ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবারঃ ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।

২০শে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবারঃ ইকনমিক্স (অর্থনীতি) বা অ্যান্থ্রোপোলজি (নৃতত্ববিদ্যা) বা সায়েন্স অফ ওয়েল বিয়িং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

২১শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবারঃ পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি

২৩শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবারঃ কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।

২৪শে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবারঃ স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ইতিহাস।

২৫শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবারঃ কেমিস্ট্রি, ভূগোল, হোম ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডি।

২৬শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবারঃ ফিলোজফি।

২৭শে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবারঃ অঙ্ক, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।

২৮শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবারঃ বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।

৩০শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবারঃ সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সোশিয়োলজি।

এই বিজ্ঞপ্তিতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেই বিষয়েও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে স্কুল নির্ধারণ করে দেবে নির্দিষ্ট তারিখে কোন কোন পরীক্ষা হবে। শুধুমাত্র ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা ৪৫ মিনিটের হবে। বাকি বিষয়ের পরীক্ষাগুলি চলবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হবে পরের বছর ৩রা মার্চ থেকে শুরু হয়ে ১৮ই মার্চ পর্যন্ত। একনজরে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার রুটিন।

৩রা মার্চ অর্থাৎ সোমবারঃ থাকছে বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, পঞ্জাবি।

৪ঠা মার্চ অর্থাৎ মঙ্গলবারঃ থাকছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম ইত্যাদি ভোকেশনাল বিষয়

৫ই মার্চ অর্থাৎ বুধবারঃ ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।

৬ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবারঃ ইকনমিক্স (অর্থনীতি) বা অ্যান্থ্রোপোলজি (নৃতত্ববিদ্যা) বা সায়েন্স অফ ওয়েল বিয়িং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

৭ই মার্চ অর্থাৎ শুক্রবারঃ পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি

৮ই মার্চ অর্থাৎ শনিবারঃ কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস

১০ই মার্চ অর্থাৎ সোমবারঃ স্ট্যাটিস্টিক্স (রাশিবিজ্ঞান), সাইকোলজি (মনোবিদ্যা), কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং, ইতিহাস

১১ই মার্চ অর্থাৎ মঙ্গলবারঃ রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ়।

১২ই মার্চ অর্থাৎ বুধবারঃ দর্শন।

১৩ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবারঃ গণিত, এগ্রিকালচার, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি এবং আরবি

১৭ই মার্চ অর্থাৎ সোমবারঃ বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন

১৮ই মার্চ অর্থাৎ মঙ্গলবারঃ সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সমাজবিদ্যা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari