arka deb | Published : May 27, 2019 3:11 AM IST / Updated: May 27 2019, 09:02 AM IST

Live HS Result 2019- আর কিছুক্ষণেই ফল প্রকাশ, ১০টায় সাংবাদিক সম্মেলন

সংক্ষিপ্ত

  • আর কিছুক্ষণেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে।
  • সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন প্রথমে ১০ জনের মেধাতালিকা প্রস্তুত প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

08:44 AM (IST) May 27

আর কিছুক্ষণেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, রেজাল্ট জানা যাবে বাড়িতে বসেই

আর কিছুক্ষণেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরীক্ষার ৭৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবার ফলাফল বের করছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে  wbchsc.nic.in,  westbengalonline.in indiaresult.com examresult.net,technoindiagroup.com-এই ওয়েবসাইটগুলিতে যোগাযোগ করতে হবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও জানা যাবে রেজাল্ট। WB12 <রোল নম্বর> টাইপ করে পাঠিয়ে দিন  ৫৪২৪২/ ৫৬২৬৩/ ৫৬৭৬৭৫০ নম্বরে।