arka deb | Published : May 27, 2019 5:05 AM IST / Updated: May 27 2019, 10:48 AM IST

প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট, প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মণ

সংক্ষিপ্ত

  • অবশেষে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। 
  • ৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন পরীক্ষা দিয়েছিল এ বছর। 

10:38 AM (IST) May 27

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মণ

অবশেষে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে বীরভূমের শোভন মন্ডল ও কোচবিহারের  রাজর্ষি বর্মণ। 

৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন পরীক্ষা দিয়েছিল এ বছর। পাশের হার ছেলেদের মধ্যে ৮৭.৪৪ শতাংশ, মেয়েদের মধ্যে ৮৫.৩০শতাংশ, পূর্ব মেদিনীপুর, কলকাতা, মেদিনীপুর, কানিম্পং-এ পাশের হার সবচেয়ে বেশি। গত বছরের থেকে ১২১৮৮ জন বেশি প্রথম বিভাগে পাশ করেছে।  ৫৬ টি জায়গা থেকে রেজাল্ট বিতরণ হবে স্কুলগুলিতে।  পরীক্ষার ফল বেরোনোর পনেরো দিনের মধ্যে অনলাইনে রিভিউ-এর জন্যে আবেদন জানানো যাবে।