উচ্চমাধ্যমিক রেজাল্ট LIVE, পর্ষদের সার্ভারে যান্ত্রিক ত্রুটি, স্থগিত ওয়েবসাইটে ফল প্রকাশ

সংক্ষিপ্ত

প্রকাশ করা হল ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাতি মহুয়া দাস। গত মঙ্গলবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এদিন ফল প্রকাশ করা হবে। কোভিড মহামারির জন্য বেশ কয়েকবার এইবছর সূচি বদল করতে হয়েছে এই পরীক্ষার। শেষ পর্যন্ত তিনটি করে পরীক্ষা বাতিলই করতে হয়েছে। তাই মাধ্যমিকের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ করা হলেও এই বছর উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে না।

 

05:03 PM (IST) Jul 17

৪৯৬ পেলেন টাকি বয়েজের শঙ্খদীপ

টাকি বয়েজ স্কুলের শঙ্খদীপ দাস পেয়েছেন ৪৯৬

04:57 PM (IST) Jul 17

৪৯৬ পেলেন কোচবিহারের কৃষ্টিধর

কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র কৃষ্টিধর পণ্ডিত পেয়েছেন ৪৯৬

04:56 PM (IST) Jul 17

৪৯৮ পেলেন করোনেশনের জয়

৪৯৮ লম্বর পেয়েছেন রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র জয় মণ্ডল

04:54 PM (IST) Jul 17

৪৯৯ পেলেন কলকাতার স্রোতশ্রী

৪৯৯ অর্থাৎ রেকর্ড সর্বোচ্চ নম্বর পেয়েছেন রাজ্যের একাধীক ছাত্রছাত্রী। তারমধ্যে রয়েছেন কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রী স্রোতশ্রী রায়।

04:22 PM (IST) Jul 17

ওয়েবসাইটে ফলপ্রকাশে বিভ্রাট

ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকে ফল প্রকাশের ক্ষেত্রে দেখা দিল যান্ত্রিক ত্রুটি। জানানো হয়েথে সার্ভারে একটি সমস্যা হয়েছে। এরজন্য আপাতত উচ্চমাধ্যমিকক শিক্ষা সংসদের পক্ষ থেকে ফলপ্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে। তাই সার্ভার পরিবর্তনের কাজ চলছে। কিছুক্ষণ পরে নতুন করে আবার ফল অপলোড করা হবে ওয়েবসাইটে। আপাতত ফল দেখা না গেলেও একু পরেই আবার ফল দেখা যাবে।

04:07 PM (IST) Jul 17

অভিনন্দন মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। l তিনি বলেন, 'উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। শিক্ষার্থীরা তাদের সুন্দর জীবনে আরও একটি পদক্ষেপ নিচ্ছে। তাদের অধ্যক্ষ, শিক্ষক এবং পিতামাতাদের সঙ্গে তাদের সবাইকে অভিনন্দন। ভবিষ্যত তোমাদের জন্য অপেক্ষা করছে।'

04:04 PM (IST) Jul 17

৫২টি ক্যাম্প থেকে বিলি হবে মার্কশিট

মার্কশিট দেওয়া হবে ৩১ জুলাই। রাজ্যে মোট ৫২টি ক্যামম্প থেকে বিলি হবে মার্কশিট। ৩১ অগাস্ট স্ক্রুটিনি, আর ১০ অগাস্ট থেকে অনলাইনে কলেদে ভর্তি শুরু হবে।

04:02 PM (IST) Jul 17

টেক্কা দিল বিজ্ঞান বিভাগ

এই বছর

বিজ্ঢান শাখায় পাস করেছেন ৯৮.৮৩ শতাংশ

কলা শাখায় পাস করেছেন ৮৮.৭৪ শতাংশ

বাণিজ্য শাখায় পাস করেছেন ৯২.২২ শতাংশ

03:59 PM (IST) Jul 17

পাসের হার বাড়ল ৩.৮৪ শতাংশ

এই বথর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭,৬১,৫৮৩ জন

উত্তীর্ণ ৬,৮০,০৫৭ জন

03:55 PM (IST) Jul 17

এগিয়ে কলকাতা

উচ্চমাধ্যমিকে ফের একবার দাপট দেখা গেল কলকাতার। তারপর আছে পূর্ব মেদিনীপুর। এছাড়া উল্লেখযোগ্য ফল পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়ারও।

03:52 PM (IST) Jul 17

সর্বোচ্চ নম্বর এবার

উচ্চমাধ্যমিকে এবার মেধাতালিকা প্রকাশ না করা হলেও, মহুয়া দাস জানালেন এই বছর সর্বোচ্চ নম্বর উঠেছে ৫০০-এর মধ্যে ৪৯৯। 

03:50 PM (IST) Jul 17

ছাত্র-ছাত্রীদের পাসের হার প্রায় সমান

এবার ছাত্র ও ছাত্রীদের পাসের হার প্রায় সমান। ছাক্রদের পাসের হার ৯০.৪৪, ছাত্রীদের ৯০ শতাংশের বেশি

03:49 PM (IST) Jul 17

পাসের হারে ইতিহাস

উচ্চমাধ্যমিকে পাসের হারে রেকর্ড। পাসের হার ৯০.১৩ শতাংশ

03:47 PM (IST) Jul 17

কমল স্ক্রুটিনি রিভিউ-এর খরচ

৩১ অগাস্টের মধ্যে করাতে হবে স্ক্রুটিনি। খরচ কমিয়ে স্ক্রুটিনির জন্য নেওয়া হবে ৫০ টাকা, রিভিউ-এর জন্য লাগবে ৭৫ টাকা।

03:45 PM (IST) Jul 17

বিকাল ৪টে থেকেই অনলাইনে রেজাল্ট

বিকাল ৪টে থেকেই অনলাইনে দেখা যাবে রেসাল্ট।

03:34 PM (IST) Jul 17

প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল

শুরু হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক সম্মেলন। আর কিছুক্ষণের মধ্যেই সামনে আসতে চলেছে উচ্চমাধ্মিক ২০২০ পরীক্ষার ফল।