কৃষি বিল বিরোধী ভারত বনধে সামিল হচ্ছে বাংলা, মেদিনীপুরের সভা থেকে কী বার্তা মমতার

সংক্ষিপ্ত

আজ মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভা ঘিরে টানটান উত্তেজনা। শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার তৃণমূল নেত্রীর ওই হাইভোল্টেজ সভা থাকছেন না বলে সূত্রের খবর। সভাস্থলে দাদার অনুগামীরা থাকছেন কিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। মেদিনীপুরের সভা থেকে শুভেন্দুকে নিয়ে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? নাকি শুধু বিরোধীদের রাজনৈতিক আক্রমণ জবাব দেবেন? বর্তমানে রাজ্য রাজনীতির আলোচনাপ কেন্দ্রবিন্দুতে শুভেন্দু। আর তাঁকে ছাড়াই মেদিনীপুরে তৃণমূল নেত্রীর বিশাল জনসভা। সেখান থেকে কী বললেন মমতা। সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক থেকে বিরোধী শিবির।

01:53 PM (IST) Dec 07

কৃষি আইনের বিরোধিতায় তৃণমূলের ধরনা

কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় কাল থেকে ব্লকে ব্লকে ধরনায় বসবে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। পেঁয়াজ-আলুর দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে তোপ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার থেকে দেশ জুড়ে কৃষি আইনের বিরোধিতায় ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠন। এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানাল তৃণমূল কংগ্রেস।

01:45 PM (IST) Dec 07

এনআরসি নিয়েও বিজেপিকে তোপ

  • অসমে ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে
  • বাংলাকে গুজরাত বানাতে দেব
  • ওরা ভাবে হিন্দু-মুসলমান করে বাংলা করে দাও
  • বিজেপি তোমাদের গুন্ডা আছে, টাকা আছে
  • তোমরা শুধু আমাদের পুলিশকে গালাগালি দাও

01:43 PM (IST) Dec 07

আমফান নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

  • আমফান, কোভিড হয়েছে, টাকা দেয়নি আর হিসেব চাইছি
  • তোরা টাকা দিয়েছিস, যে হিসেব চাইছিস
  • আমরা আজাদির জন্য লড়াই করব না
  • সবাইকে ভয় দেখাচ্ছে, ইডি, সিবিআই দিয়ে ভয় দেকাচ্ছে

01:40 PM (IST) Dec 07

বিজেপিকে বহিরাগত বলে কটাক্ষ

  • বহিরাগতদের বাংলা দখল করতে দেব না
  • তৃণমূলকে কোনও ভাবেই কিনতে দেব না
  • আমাদের বিরুদ্ধে অনেক কুৎসা, রটনা করা হয়
  • বিজেপি নাকি সাধু পুরুষ

 

01:33 PM (IST) Dec 07

কৃষক আন্দোলনকে সমর্থন জানালেন মমতা

আগামীকাল দেশজুড়ে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল ধর্মঘটকে সমর্থন না করলেও রাজ্যে বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানালেন মুখ্মন্ত্রী

01:29 PM (IST) Dec 07

ছত্রধর মাহাতোর প্রশংসায় মুখ্যমন্ত্রী

মেদিনীপুরের সভা থেকে ছত্রধর মাহাতোকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। আমি নিজেই তাঁকে এই সভায় আসতে বলেছিলাম। ছত্রধরের সঙ্গে আমরা একসঙ্গে লড়াই করেছি। ওঁর বিরুদ্ধে মাওবাদী তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মেদিনীপুরে দাঁড়িয়ে নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুর প্রসঙ্গে। কাল থেকে ব্লকে ব্লকে কৃষি আইনের বিরোধিতা মিছিল করবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালের কৃষক আন্দোলনকে সমর্থন মমতার।

01:18 PM (IST) Dec 07

মেদিনীপুরে সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

মেদিনীপুরের হাইভোল্টেজ জনসভায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুভেন্দু সংঘাতের মধ্যেই কী বার্তা দেন তৃণমূল নেত্রী?