'ইভিএম নয়, ব্যালট চাই', দলের পাশে দাঁড়িয়ে নতুন আন্দোলনে মমতা

  • দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক মমতার
  • বিধায়কদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ
  • ব্যালটে পেপারে ভোটের দাবিতে নতুন আন্দোলন

debamoy ghosh | Published : Jun 3, 2019 12:04 PM IST

লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের ফল প্রকাশের পরে ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোটের দাবিতে ফের দেশব্যাপী আন্দোলনে নামতে চাইছেন তিনি। এই ইস্যুতে ফের বিরোধী দলগুলিকে একজোট করতে চান মুখ্যমন্ত্রী। বাংলা থেকেই সেই আন্দোলন শুরু করার নির্দেশ এ দিন দলকে দিয়েছেন মমতা। সচিত্র পরিচয়পত্র থাকলেই ভোটাধিকারের দাবিতে একসময় আন্দোলনে নেমেছিলেন মমতা। সেই একই কায়দায় এবার ইভিএম বিরোধী আন্দোলন শুরু করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। 

এ দিন নবান্নে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যদিও বৈঠক থেকে বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করার নির্দেশ ছাড়া ভুল সংশোধনের অন্য কোনও বার্তা দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের সামনে অন্তত জানাননি মুখ্যমন্ত্রী। ফলে দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অহংকারের মতো যে অভিযোগগুলো উঠছিল, সেই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ নিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিধায়কদের দলবদল নিয়ে বিজেপি-র দাবিও সঠিক নয় বলেই দাবি মুখ্যমন্ত্রীর। এক নজরে দেখে নিন বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী-

Latest Videos

মোটের উপরে, এ দিনও মমতা প্রকাশ্যে অন্তত নিজের দল বা সরকারের কাজ নিয়ে আত্মসমীক্ষার পথে হাঁটলেন না। কিন্তু বিধায়কদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশেই প্রশ্ন উঠছে, তবে কি শাসক দলের বিধায়করা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন বলে মনে করছেন তৃণমূল নেত্রী?
 

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024