শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৭ তম জন্মতিথি পালন, বর্ণাঢ্য অনুষ্ঠান বেলুড় মঠে

Published : Mar 04, 2022, 10:51 AM ISTUpdated : Mar 04, 2022, 11:13 AM IST
শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৭ তম জন্মতিথি পালন, বর্ণাঢ্য অনুষ্ঠান বেলুড় মঠে

সংক্ষিপ্ত

শুক্রবার শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৭ তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে।  এদিন বেলুড় মঠে ভোর ৪ ঘটিকায় মঙ্গলারতির মাধ্যমে তিথি পালনের উৎসব  শুরু হয়।  

শুক্রবার শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের (Birth Anniversary Of Ramkrishna Dev) ১৮৭ তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে (  Belur Math  )। শুক্রবার ৪  মার্চ বেলুড় মঠে পালন করা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম তিথি। এই বছর ১৮৭ তম বর্ষের জন্মতিথি উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে। কয়েকদিন পূর্বেই বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানান হয়েছিল জন্ম তিথি উৎসব পালনের তথ্য সূচি।

এদিন বেলুড় মঠে ভোর ৪ ঘটিকায় মঙ্গলারতির মাধ্যমে তিথি পালনের উৎসব  শুরু হয়। এরপর বেদপাঠ, স্তব গান গাওয়া হয়। এরপরে শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম সম্পন্ন হয়। হোমের পরে গীতি আলেখ্য পাঠ করেন মঠের সন্ন্যাসীরা। এছাড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ ও তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হয় আজকে। পরে ভক্তিগীত পরিবেশন, শ্রীরামকৃষ্ণ লীলা ব্যাখ্যা পাঠ করা হয় বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাট মন্দিরে। এছাড়াও শ্রীরামকৃষ্ণ বন্দনা করা হয় নাট মন্দিরেই।এরপর বিকাল ৩:৩০ মিনিট থেকে মঠের প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ধর্মসভা। এই ধর্মসভায় শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী ও বাণী পাঠ করবেন মঠের সন্ন্যাসী মহারাজ স্বামী বলভদ্রানন্দ (বাংলাতে),স্বামী শুদ্ধিদানন্দ (ইংরেজিতে), স্বামী নির্বিকারানন্দ (হিন্দিতে)। ধর্মসভা সমাপ্তির পর অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি শ্রীরামকৃষ্ণ মন্দিরে।

আরও পড়ুন, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কি কলকাতা

শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসবের সমগ্র অনুষ্ঠানটি বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত করা হচ্ছে। তবে আজকের দিনে ভক্ত ও দর্শনার্থীদের মঠের ভিতরে প্রবেশাধিকার থাকচ্ছে তাকে স্বভাবতই খুশি ভক্ত ও দর্শনার্থীরা। শুক্রবার ভক্তরা মঠের প্রেসিডেন্ট মহারাজেকে প্রণাম করার সুযোগ পাবেন। পাশাপাশি শুকনো প্রসাদ দেওয়া হবে বলেই বেলুড় মঠ সূত্রে খবর। আজকে সকাল থেকেই ভক্তদের সেই চেনা ভিড় বেলুড় মঠের গেটের সামনে।সম্প্রতি বেলুড় মঠ বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত মাসের ২৩ তারিখ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠের দরজা কিন্তু বেলুড় মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলেই বেলুড় মঠ সূত্রে জানান হয়েছে।  

প্রসঙ্গত, কোভিড বর্ষে একটানা বন্ধ থেকে বেলুড় মঠ।উল্লেখ্য, মঠের প্রবীণ সন্নাসীরা অনেকেই কোভিডে আক্রান্ত হওয়ার পর মাঝে দীর্ঘ সময় মঠ বন্ধ রাখতে হয়। সংক্রমণ ছড়ায় প্রথম বেলুড় চত্ত্বরে। বাইরে যাতায়াতের মাধ্যমেই কোনও না কোনওভাবে সেই সংক্রমণ মঠের অন্দরেও ছড়ায়। রাতারাতি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। মঠের প্রত্যেকের শারীরিক সুরক্ষার কথা ভেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। তারপর ১৮ অগাষ্ট ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলে বেলুড় মঠের দরজা। এরপরে ডিসেম্বরে  ১ তারিখ থেকে বেলুড় মঠ দর্শনের সময় সূচির পরিবর্তন করে বেলুড় মঠ কর্তৃপক্ষ। তারপর নতুন করে সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। কোভিড পরিস্থিতিতে প্রথমবার পুনরায় খোলার পর কড়া সতর্কতা জারি করা হয়। অপরদিকে, ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মদিন উপলক্ষ্য়ে বেলুড় মঠে প্রায় ৬০ হাজার ভক্ত আসেন। প্রবেশদ্বারে সেদিন স্যানিটাইজার সহ শরীরের তাপমাত্রাও চেক করা হয়। কিন্তু তারপর ফের আসে কোভিডের তৃতীয় তরঙ্গ। তাই এবার কোভিড নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় বেলুড় মঠ কর্তৃপক্ষ।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর! কী প্রতিক্রিয়া অধীরের
'মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো'! নতুন দল নিয়ে হুমায়ুন কবীরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে