ফতোয়া কমিটিতে তিন তৃণমূল নেতার নাম, মুর্শিদাবাদের ঘটনা ঘিরে বিতর্ক রাজ্য়ে

  • ফতোয়া কমিটিতে জড়াল তিন তৃণমূল নেতার নাম
  • যার জেরে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য় জুড়ে
  •  স্থানীয় এই তিন নেতার জন্য় অস্বস্তি বাড়তে পারে ঘাসফুলে 

এবার মুর্শিদাবাদের ফতোয়া কমিটিতে জড়াল তিন তৃণমূল নেতার নাম। যার জেরে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য় জুড়ে। স্থানীয় এই তিন নেতার জন্য় অস্বস্তি বাড়তে পারে ঘাসফুল ব্রিগেডে। জানা গিয়েছে, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের তিন সদস্য রয়েছেন সমাজ সংস্কার কমিটিতে। এক মৌলবি, ইমাম ছাড়াও কমিটিতে রয়েছেন এক কংগ্রেস নেতা। সবথেকে আশ্চর্যকর বিষয়, চেয়ারম্য়ান পদে থাকা স্থানীয় তৃণমূল নেতা আজহারুল শেখ এই ফতোয়াকে সমর্থন করেছেন।  

ফতোয়ার সমর্থনে আজহারুল জানান, মূলত যুব প্রজন্মের কথা ভেবেই এই জরিমানার রাস্তায় হেঁটেছেন তারা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে,সন্ধেবেলায় পড়ার সময় টিভি দেখতে বসে যাচ্ছে যুবক যুবতীরা। অনেক যুবক সিগারেট খাচ্ছে। ইতিমধ্যেই ক্ষমা চাওয়ায় তাদের জরিমানা না করে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, খোদ সরকার যেখানে লটারিকে বৈধতা দিয়েছে, সেখানে কমিটি লটারি বন্ধ করেন কীভাবে। 

Latest Videos

যা নিয়ে মুখ খুলেছেন কমিটির আরেক সদস্য তথা কংগ্রেস নেতা বাবুল আখতার। তিনি বলেন, কোনওভাবেই যুবপ্রজন্মকে লটারি কিনতে উৎসাহ দিতে পারেন না তারা। ছোট থেকেই এই সবে লাগাম পরালেই ভবিষ্যৎ ভালে হবে ওদের। অন্যথায় বয়স বাড়লে সমস্য়ার সম্মুখীন হতে হবে ওদের। তাই এই ফতোয়া।

মুর্সিদাবেদের প্রত্য়ন্ত গ্রামে টিভি দেখলে, গান শুনলে দিতে হচ্ছে জরিমানা। গ্রামের মুরব্বিরা মিলে তৈরি করেছেন জরিমানার অঙ্ক। স্থির হয়েছে, গ্রামের কোনও দোকানে কাউকে টিভি চালাতে দেখলে এক হাজার টাকা জরিমানা করা হবে। একই জরিমানার অঙ্ক ধার্য করা হবে গান শোনার ক্ষেত্রেও। মোবাইলে কাউকে গান শুনতে দেখলেই ডেকে এনে বসানো হবে সালিশি সভায়।  

এখানেই শেষ নয়, ক্য়ারম খেলার ক্ষেত্রেও জারি হয়েছে এই ফতোয়া। কেউ লটারি বিক্রি বা কিনলেও ছাড় পাবে  না কমিটির নিদান থেকে। এ ক্ষেত্রে লটারি বিক্রেতাকে জরিমানা স্বরূপ নেওয়া হবে সাত হাজার টাকা। পাশাপাশি লটারি কিনলে দিতে হবে ২ হাজার টাকা জরিমানা। কোনও গাল গল্প নয়, খোদ পশ্চিমবঙ্গের বুকে সমাজ সংস্কারের নামে চলছে এক প্রকার 'তোলা আদায়ের মস্তানি'।

প্রশ্ন উঠেছে,প্রশাসনের সামনে এসব হতে দেখেও কেন কোনও  ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অন্য় সময় যখন নিজেই মামলা দায়ের করতে দেরি করে না থানার লোকজন, সেখানে এইসব গ্রামের ক্ষেত্রে পুলিশের গড়িমসি কেন? স্থানীয় সচেতন মানুষজন জানিয়েছেন, এই বিষয়ে মুর্শিদাবাদের প্রত্য়ন্ত গ্রামের ভৌগলিক অবস্থান একটা বড় বিষয়। প্রকৃতির মানচিত্র বলছে,রঘুনাথগঞ্জ সাব ডিভিশনের অদ্বৈতনগর আসলে ঝাড়খণ্ড লাগোয়া গ্রাম।  বর্ষা শুরু হতেই বনসালাই নদী মূল শহুরে ভূখণ্ড থেকে এই গ্রামকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়। প্রবল বানভাসী অবস্থায় পুলিশ প্রশাসনের নজরদারি একপ্রকার বাইরেই চলে যায় এই গ্রামগুলি। যার সুযোগ নেয় স্থানীয় মুরব্বিরা। 

যদিও এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন।  তারা  জানিয়েছে, কেউ এই ফতোয়ার বিরুদ্ধে অভিযোগ করলেই ব্যবস্থা নেবেন তারা। যা একপ্রকার জলে থেকে কুমিরের সঙ্গে পাঞ্জা লড়ার সমান।  তাই অভিযোগ দায়ের হয় না, পুলিশও কোনও ব্যবস্থা নেয় না। জানা গিয়েছে, সব মিলিয়ে অদ্বৈতনগরের মতো তিনটি গ্রামে প্রায় ১২ হাজার বাসিন্দা রয়েছেন। যাদের ওপর কর্তৃত্ব ফলায় সমাজ সংস্কার কমিটি।

কমিটির ফতোয়া অনুযায়ী কি কি বিষয় করা যাবে না গ্রামে ? দোকানে টিভি চালানোয় জারি রয়েছে নিষেধাজ্ঞা। লটারির টিকিট,মদ খাওয়ার মতে ঘটনা ঘটলেই ব্যবস্থা নেবে কমিটি। এমনকী মোবাইল ,কম্পিউটারে শোনা যাবে না গান। যারা এইসব কাজের সঙ্গে  যুক্ত থাকবে,তাদের  ৫০০ থেকে ৭০০০ টাকা জরিমানা করা হবে। এখানেই শেষ নয়, যারা অভিযুক্তদের ধরিয়ে দেবে তাদের জন্য়ও 'সাম্মনিকের'  ব্যবস্থা করেছে সমাজ সংস্কার কমিটি। সব মিলিয়ে মমতার বাংলায় তালিবানি শাসনের সাক্ষী থাকছে রাজ্য়বাসী।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury