এই মুহূর্তে জেলা- কলকাতার সেরা দশ খবর, যাতে আপনাকে রাখতেই হবে চোখ

  • জেলা-কলকাতার সেরা দশ খবর
  • বাছাই করা দশটি খবরে রাখুন চোখ
  • দেখে নিন কোথায় কী ঘটল আজ সারাদিন
  • রাজনীতি থেকে অপরাধ কোন ঘটনা উঠে এল সেরা দশে
     

রাজনীতি থেকে অপরাধ, মানুষের সুখ,দুঃখের খবর থেকে আরও রকমারি ঘটনা- সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ আপডেট, এর মধ্যে কোনও খবর হয়ে ওঠে শিরোনাম,আবার কেউ পড়ে থাকে আড়ালে। খবর মানেই তথ্যের ভাণ্ডার। খবর মানেই নিজের চারপাশকে জেনে নেওয়া। নিত্যদিনের ব্যস্ততায় কোনও খবর থাকে আমাদের চোখের সামনে আবার কেউ হারিয়ে যায় অতলে। জেলা-কলকাতার দশ খবরের এই ফান্ডা আপনাকে শুধু আপডেটই করবে না সেই সঙ্গে জানিয়ে দেবে সামনের সময়ের বার্তাকেও। তাই এক নজরে দেখে নিন এই মুহূর্তের সেরা দশ খবর।  

১) দফায় দফায় সংঘর্ষ, বনধ ঘিরে অশান্তির আগুন গোটা ব্যারাকপুরে- বিজেপি-র ডাকা বারো ঘণ্টার বনধে দফায় দফায় উত্তপ্ত হল ব্যারাকপুর মহকুমা এলাকা। কোথাও তৃণমূলের সঙ্গে, কোথাও আবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি সমর্থকরা। সংঘর্ষে আহত হয়ে তাদের কুড়ি থেকে পঁচিশজন সমর্থক হাসপাতালে ভর্তি বলে দাবি বিজেপি-র। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই তৃণমূল সমর্থক এবং দুই পুলিশ কর্মীও। দফায় দফায় সংঘর্ষ, বনধ ঘিরে অশান্তির আগুন গোটা ব্যারাকপুরে

Latest Videos

২) কাশ্মীর শান্ত হয়েছে, বাংলা হল না, দিলীপ- মুকুলকে পাশে নিয়ে কটাক্ষ সব্যসাচীর- এতদিন তাঁকে দেখা যেত মুকুল রায়ের সঙ্গে। এবার সব্যসাচী দত্তের গণেশ পুজোয় একসঙ্গে হাজির হলেন দিলীপ ঘোষ, মুকুল রায় এবং অরবিন্দ মেনন। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই একসঙ্গে মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে বিঁধলেন সব্যসাচী এবং মুকুল। সব্যসাচীর সঙ্গে তৃণমূলের তিক্ততা চূড়ান্ত পর্যায়ে আগেই পৌঁছেছিল। এ দিনের পরে শেষ পর্যন্ত দলীয় বিধায়কের বিরুদ্ধে শাসক ব্যবস্থা নেয় কি না, সেটাই এখন দেখার। কাশ্নীর শান্ত হয়েছে, বাংলা হল না, দিলীপ- মুকুলকে পাশে নিয়ে কটাক্ষ সব্যসাচীর

৩) হয়রান করছে না সিবিআই, তৃণমূলনেত্রীর উল্টো সুর সুব্রতর মুখে- সিবিআই-এর তলব মানেই হয়রানি। সারদা থেকে নারদা, সব তদন্তেই সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পরে প্রকাশ্যে এমন অভিযোগই করেছেন তৃণমূলের নেতা, মন্ত্রী এবং সাংসদরা। এবার কার্যত দলের উল্টো অবস্থান নিয়ে নারদা কাণ্ডে অভিযুক্ত প্রবীণ তৃণমূল নেতা এবং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলে দিলেন, সিবিআই হয়রান করছে বলে মনে হয়নি তাঁর। হয়রান করছে না সিবিআই, তৃণমূলনেত্রীর উল্টো সুর সুব্রতর মুখে

৪) ৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা, বাঁকুড়ায় উপচে পড়ছে ভিড়- সিদ্ধিদাতা গণেশের প্রিয় লাড্ডু। আর সেই লাড্ডুর ওজন যদি হয় একান্ন কেজি, তাহলে তো কথাই নেই। গণপতিকে সন্তুষ্ট করে এমন বিশালাকার লাড্ডু দিয়েই পুজোর আয়োজন করেছিল বাঁকুড়ার চাঁদমারিডাঙা গনেশ পুজো কমিটি।  ৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা, বাঁকুড়ায় উপচে পড়ছে ভিড়

৫) বউবাজারে মুখ্যমন্ত্রী, রাজনীতি না করে মেট্রোকে সাহায্যের প্রতিশ্রুতি মমতার- বউবাজারের দুর্গা পিতুরি লেনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারের ওই এলাকায় রবিবার থেকেই একাধিক বাড়িতে ফাটল ধরতে শুরু করে। আশঙ্কায় ওই সমস্ত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতেই এ দিন দুর্গা পিতুরি লেনে যান মুখ্যমন্ত্রী। বউবাজারে মুখ্যমন্ত্রী, রাজনীতি না করে মেট্রোকে সাহায্যের প্রতিশ্রুতি মমতার

৬) হিংসা দেখে ব্যথিত, প্রথমবার মুখ খুলেই রাজ্যের উপরে চাপ বাড়ালেন ধনখড়- সরাসরি রাজ্য সরকারের সমালোচনা করলেন না। কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলেই রাজ্যের উপরে চাপ বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ দিন হাসপাতালে বিজেপি সাংসদ অর্জুন সিংকে দেখতে গিয়ে নতুন রাজ্যপাল বলেন, রাজ্যে হিংসার ঘটনা দেখে তিনি ব্যথিত। হিংসা দেখে ব্যথিত, প্রথমবার মুখ খুলেই রাজ্যের উপরে চাপ বাড়ালেন ধনখড়

৭) কলকাতায় ফের গ্রেফতার জেএমবি জঙ্গি, ইজাজের পরে জালে আরও এক- কলকাতা থেকে ফের গ্রেফতার এক জামাত জঙ্গি। সোমবার কলকাতার ক্যানাল ইস্ট রোড থেকে আবুল কাশেম নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। কয়েকদিন আগেই ইজাজ আহমেদ বলে আরও এক জেএমবি জঙ্গিকে বিহারের বুনিয়াদপুর থেকে গ্রেফতার করেছিল এসটিএফ। এ রাজ্যে জেএমবি-র দায়িত্বে ছিল ইজাজ। কলকাতায় ফের গ্রেফতার জেএমবি জঙ্গি, ইজাজের পরে জালে আরও এক

৮) দশভূজা থিমে ফোটোশ্যুটে দেদার ট্রোল, লালাবাজারের দ্বারস্থ ক্ষুব্ধ নৃত্যশিল্পী- সামনেই পুজো। কুমোরটুলি চত্বর জুড়ে প্রতিবছরই এই সময় বিভিন্ন থিম থেকে শুরু করে বিজ্ঞাপনের শ্যুটিং হয়ে থাকে। এ নতুন কিছু নয়। কিন্তু সেই ট্রেন্ডকেই এবার কটাক্ষ করতে সোশ্যাল মিডিয়ার একটি পেজে মিম বানানো হল।  যেখানে দেখা যায় বেশ কয়েকটি জনপ্রিয় দূর্গা থিমের ছবিকে বিকৃত করা হয়েছে। মিমটি পোস্ট করা মাত্রই তা নজরে আসে নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্যের। কারণ তারই মাঝে একটি ছবি ছিল ওঁনার নিজের। দশভূজা থিমে ফোটোশ্যুটে দেদার ট্রোল, লালাবাজারের দ্বারস্থ ক্ষুব্ধ নৃত্যশিল্পী

৯) বিস্ময়কর জিমন্য়াস্টিক্স প্রতিভা, খিদিরপুরের দুই খুদেকে দেখে মুগ্ধ অলিম্পিক চ্যাম্পিয়নও, দেখুন ভিডিও- খিদিরপুরে ভূকৈলাস রোডে একেবারে বস্তি এলাকাতেই থাকে ওরা - লাভলি ও আলি। এখনও প্রাথমিক স্কুলের গণ্ডি পার করেনি। কোনওদিন জিমন্যাস্টিক্সের কোনও ট্রেনিং-ও নেয়নি ওরা। কিন্তু এই দুই পুঁচকের স্কুল ড্রেসে কাঁদে ব্যাগ নিয়ে রাস্তাতেই দেওয়া সমারসল্ট ও কার্টহুইলে মুগ্ধ জিমন্য়াস্টিক্সের রানী নাদিয়া কোমানেচি থেকে ক্রিড়ামন্ত্রী কিরেন রিজিজুও। বিস্ময়কর জিমন্য়াস্টিক্স প্রতিভা, খিদিরপুরের দুই খুদেকে দেখে মুগ্ধ অলিম্পিক চ্যাম্পিয়নও, দেখুন ভিডিও

১০) অশান্তির মূলে অর্জুন পুত্র পবন, ব্যারাকপুরের সিপি-র পাশেই নবান্ন- অর্জুন সিংয়ের মাথা ফাটার ঘটনায় ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পাশেই দাঁড়াল রাজ্য প্রশাসন। নবান্ন থেকে জানিয়ে দেওয়া হল, রবিবার কাঁকিনাড়ায় পরিকল্পিতভাবে গন্ডগোল পাকানোর যে ছক কষা হয়েছিল, ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মার নেতৃত্বে তা ঠান্ডা মাথায় সামাল দিয়েছে পুলিশবাহিনী। কাঁকিনাড়ায় অশান্তির ঘটনা নিয়ে এ দিন এমনই দাবি করেছেন এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। অশান্তির মূলে অর্জুন পুত্র পবন, ব্যারাকপুরের সিপি-র পাশেই নবান্ন

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar