পশ্চিমবঙ্গে ফের অ্যাডিনো ভাইরাসের কামড়, কলকাতার শিশু হাসপাতালে ভর্তি করেও বাঁচানো গেল না দেড় বছরের শিশুকে

চিকিৎকরা জানিয়েছেন, জ্বর, সর্দি কাশি-সহ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল শিশুটি। তার শারীরিক পরীক্ষা করে দেখা, তার শরীরে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ রয়েছে।

অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্তে পর্যুদস্ত বাংলা। জেলার চিকিৎসাকেন্দ্র থেকে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে এসেও বাঁচানো গেল না একরত্তি শিশুকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বাস করতেন অনাথ সিং এবং অষ্টমী সিং নামের এক দম্পতি। বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিল তাঁদের এক বছর তিন মাস বয়সের শিশু সন্তান। প্রথমে ক্যানিংয়ের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করালেও ক্রমাগত শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর গত ১৮ তারিখ শিশুটিকে এনে কলকাতার ফুল বাগানে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিনেই, অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাকে রাখা হয় আইসিইউ-তে। ১ মার্চ, বুধবার দুপুর আড়াইটে নাগাদ প্রাণ হারায় ওই শিশু।

চিকিৎকরা জানিয়েছেন, জ্বর, সর্দি কাশি-সহ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল শিশুটি। তার শারীরিক পরীক্ষা করে দেখা, তার শরীরে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ রয়েছে। শিশুর পরিবারকেও এবিষয়ে অবগত করা হয়। চিকিৎসা করেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় শিশুটির।

Latest Videos

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত শুধুমাত্র বিসি রায় শিশু হাসপাতালেই মারা গেছে তিন জন শিশু। রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতেও শিশু ভর্তির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। একটিমাত্র বেডে একাধিক শিশুকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তা সত্ত্বেও জেলার হাসপাতাল থেকে বারবার রেফার করে দেওয়া নিয়ে অভিযোগ তুলেছেন অভিভাবকরা। প্রাণ সংশয়ের মধ্যেই বিবিধ অভিযোগের চাপে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা।

আরও পড়ুন-

হাসির জগত ছেড়ে ডেলিভারি বয় হয়ে গুরুগম্ভীর কপিল শর্মা, কমেডির দুনিয়া থেকে তাঁকে কোথায় নিয়ে গেল নন্দিতা দাসের জ়িগাটো?

Bypoll Results Update: পশ্চিমবঙ্গের সাগরদিঘিতে উপনির্বাচনের ভোটগণনা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও হাড্ডাহাড্ডি লড়াই

উন্মুক্ত দেহে ঢেউ তুলে সমুদ্র-সৈকতে জোয়ার এনে দিচ্ছেন ঋতাভরী চক্রবর্তী, কখনও আবার বাদামি আবহে ঘোর লাগাচ্ছেন তপ্ত হৃদয়ে

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari