বীরভূমে খুনের ঘটনায় শোরগোল। বালিঘাটের দখল নিয়ে ২ গোষ্ঠীর বিবাদে সিউড়িতে কুপিয়ে খুন করা হল বছর ২০-র এক যুবককে। তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
বীরভূমে খুনের ঘটনায় শোরগোল। বালিঘাটের দখল নিয়ে ২ গোষ্ঠীর বিবাদে সিউড়িতে কুপিয়ে খুন করা হল বছর ২০-র এক যুবককে। তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। কাজল শেখ ও আতাউর গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই এই খুন। তৃণমূলের কাজল শেখ-এর বিরুদ্ধে খুনের অভিজোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। গ্রাম্য বিবাদ বলে পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বীরভূমের সিউড়ির ১ নম্বর পঞ্চায়েতের বাঁশজোড় গ্রামে। গতকালের ঘটনার পর বাঁশজোড় গ্রামে উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।