মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীর উপর হামলা করার অভিযোগ উঠল ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। জানা যায়, ক্লাস চলাকালীন এই ঘটনা হয়েছে।
মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীর উপর হামলা করার অভিযোগ উঠল ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। জানা যায়, ক্লাস চলাকালীন এই ঘটনা হয়েছে। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হতেই নিজেও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন ওই অভিযুক্ত যুবক। দুজনেই ভর্তি হাসপাতালে। বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রীর উপর হামলা চালানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয়টিও এখন প্রশ্নের মুখে। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুবক- যুবতীর এই পরিনতি দেখে শোরগোল পড়ে যায়। দু’জনকেই ওই অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।