শান্তিপুরে ঘটে গেল আরও এক নির্মম ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধুর।গৃহবধূ স্বামীর জন্য ভাত নিয়ে যাচ্ছিল সেই সময়েই রাস্তা ভাঙ্গার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানাই স্থানীয় বাসিন্দারা।
শান্তিপুরে ঘটে গেল আরও এক নির্মম ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধুর।গৃহবধূ স্বামীর জন্য ভাত নিয়ে যাচ্ছিল সেই সময়েই রাস্তা ভাঙ্গার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানাই স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে বিক্ষভে ফেটে পড়ে আমজনতা। পুলিশ ও এলাকাবাসীর মধ্যে শুরু হয় তীব্র বচসা। ভাঙা রাস্তা ঘিরে চলে অবরোধ। এলাকাবাসীদের দাবি রাস্তা ঠিক না হলে এই অবরোধ উঠবে না।