চোলাইয়ের ঠেক ও ভাটিতে যৌথ অভিযান পুলিশের। ভেঙে দেওয়া হল একাধিক চোলাইয়ের ঠেক। নষ্ট করে দেওয়া হলো চোলাই তৈরীর কাঁচামাল। তুমুল উত্তেজনা অশোকনগরের কানাপুকুর ও চটকা এলাকায়।
চোলাইয়ের ঠেক ও ভাটিতে যৌথ অভিযান পুলিশের। ভেঙে দেওয়া হল একাধিক চোলাইয়ের ঠেক। নষ্ট করে দেওয়া হলো চোলাই তৈরীর কাঁচামাল। তুমুল উত্তেজনা অশোকনগরের কানাপুকুর ও চটকা এলাকায়। এই অভিযানে গ্রেপ্তার মোট ৫ জন। ৮টি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে ২০০০ লিটার তরল সামগ্রী। পাশাপাশি উদ্ধার করা হয় প্রায় ২২ লিটার চোলাই মদ। পুলিশ ও আবগারি দপ্তরের এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা