ইছাপুর অশোকনগরের যুবক পেশায় কলমিস্ত্রি ২৯ বছর বয়সী মনোজ এক যুবতীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিল । হঠাৎ ওই যুবতী যোগাযোগ বন্ধ করে দিলে মানসিক অবসাদে আত্মহত্যা করে ওই যুবক ।
২৯ বছর বয়সী মনোজের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক এক যুবতীর | যুবতী মনোজকে বিয়ের কথাও দিয়েছিল | এরপর হঠাৎ ওই যুবতী যোগাযোগ বন্ধ করে দিলে মানসিক অবসাদে ভোগে মনোজ | এরপর নেশা করে বাড়িতে ফিরে আত্মহত্যা করে | ঘটনাটি ইছাপুর অশোকনগরের গাড়ুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের | ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়