জলপাইগুড়ির মুন্ডাবস্তিতে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল সাত ফুটের অজগর। অজগরটি একটি জালে আটকা পড়ে হাঁসফাঁস করছিল । সাপটিকে দেখতে আশেপাশের মানুষ ভিড় জমায়।
জলপাইগুড়ির মুন্ডাবস্তিতে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল সাত ফুটের অজগর । অজগরটি একটি জালে আটকা পড়ে হাঁসফাঁস করছিল । সাপটিকে দেখতে আশেপাশের মানুষ ভিড় জমায় । সাপটিকে উদ্ধার করতে খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংস্থা গ্রীন জলপাইগুড়িকে । ওই স্বেচ্ছাসেবী সংস্থা এসে সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় ।