লকডাউনে যখন মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিল না তখনই ঝাড়গ্রাম জেলার বরুণ দাস বন্ধুদের সঙ্গে নিয়ে গাছেই বানিয়ে ফেললেন আস্ত ঘর । ২০২০ ও ২০২১ সালে তাঁর এই স্টাডি রুম দারুন কাজে লেগেছে ।
ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে গাছেই স্টাডি রুম বানিয়েছে এক যুবক | লকডাউনে মোবাইলে নেটওয়ার্ক অনলাইন ক্লাস করার জন্য বরুণ দাস এই ঘর বানায় | ছোটা ভিম কার্টুন থেকে অনুপ্রানিত হয়ে এই স্টাডি রুম বানিয়ে ফেলে | ২০২০ ও ২০২১ সালে তাঁর এই স্টাডি রুম দারুন কাজে লেগেছে তার | অনেক স্কুল ও কলেজ পড়ুয়া এই স্টাডি রুমে পড়াশোনা করতে আসে | এখনও নেটওয়ার্ক না এলে এই ঘরেই যাবতীয় কাজকর্ম করেন বরুন দাস |