বিয়ের প্রস্তাবে রাজি ছিলনা তরুণী। শ্বাসরোধ করে খুন করল যুবক। নদীয়ার হাঁসখালি থানার বগুলা সাহাপুর এলাকার ঘটনা। তরুণীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে খুন করে যুবক। এলাকায় তীব্র চাঞ্চল্য। দিনের আলোয় এমন ঘটনা, কেউ ভাবতেই পারছে না।
বিয়ের প্রস্তাবে রাজি ছিলনা তরুণী। শ্বাসরোধ করে খুন করল যুবক। নদীয়ার হাঁসখালি থানার বগুলা সাহাপুর এলাকার ঘটনা। তরুণীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে খুন করে যুবক। এলাকায় তীব্র চাঞ্চল্য। দিনের আলোয় এমন ঘটনা, কেউ ভাবতেই পারছে না। অভিযোগ, তরুণী ঘরে একাই ঘুমাচ্ছিল, মুখে বালিশ চাপা দিয়ে যুবক খুন করে, এরপরেই ওড়না গলায় লাগিয়ে ঝুলিয়ে দেয়। অভিযুক্ত যুবক বিপ্রজিত সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার পরিবার যুবকের ফাঁসির দাবী করছে।