রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে কুকথা বলেছেন অখিল গিরি । বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়াম্যানকে অভিযোগ জানান ।
নন্দীগ্রামে সভাতে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিচ্ছিলেন অখিল গিরি | সেই সময় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে কুকথা বলেন | এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি | এদিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তীব্র প্রতিবাদ জানান | তিনি এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়াম্যানকে অভিযোগ জানান | পাশাপাশি অখিল গিরির বিধায়ক পদ খারিজের ও দাবি জানায় সৌমিত্র |