আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃত মনিরুদ্দিন খান-কে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে মনিরুদ্দিন খানকে গ্রেফতার করে STF ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী এজেন্সির হাতে
ধৃত মনিরুদ্দিন নকল পরিচয়পত্র তৈরিতে সিদ্ধহস্ত। ওই পরিচয়পত্রের সাহায্যে জঙ্গিদের সিমকার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হত। জঙ্গি সংগঠনের নেতাদের সংস্পর্শে ছিল সরাসরি। অভিযোগ, মনিরুদ্দিন প্রচুর নকল পরিচয়পত্র তৈরি করে সংগঠনের নেতাদের দিয়েছে। STF-এর দাবী, ধৃত মনিরুদ্দিনের সঙ্গে ABT/AQIS সংগঠনের যোগ রয়েছে। ধৃতের পরিবারের দাবী, স্থানীয় একটি মসজিদে নমাজ পড়তে যেত মনিরুদ্দিন, সেখানে সে অনেক সময় থেকেও যেত। সেই মসজিদেও নজর রাখছে তদন্তকারী সংস্থা। মসজিদে কাদের আসা-যাওয়া ছিল খতিয়ে দেখছে তারা।