শুনানি সুপ্রিম কোর্টে হলেও রায় দেবে নিম্ন আদালত! ঠিক কত দিনে বিচার পাবেন আরজিকরের নির্যাতিতা?

শুনানি সুপ্রিম কোর্টে হলেও রায় দেবে নিম্ন আদালত! ঠিক কত দিনে বিচার পাবেন আরজিকরের নির্যাতিতা?

আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতার বিচার মিলবে নিম্ন আদালতেই। সুপ্রিম কোর্টে ধর্ষণ ও খুনের মালার শুনানি হলেও বিচার হবে নিম্ন আদালতই। বিচার ব্যবস্থার নিয়ম অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা রায় দেবে নিম্ন আদালতই।

আপাতত সেই মামলা রয়েছে শিয়ালদা কোর্টেই। নিম্ন আদালত রায় দেওয়ার পরে তবেই উচ্চতর আদালতে যাবে এই মামলা। তার জন্য দীর্ঘ অপেক্ষা করা প্রয়োজন। কারণ এখনও তদন্ত চলছে। আদালতে এখনও চার্জশিট পেশ করেনি সিবিআই।

Latest Videos

নিম্ন আদালতে সিবিআই চার্জশিট পেশ করলে তা হবে তরুণী চিকিৎসককে বিচার দেওয়ার দ্বিতীয় ধাপ। তারপর অভিযুক্তদের চার্জ গঠন করা হবে। একটা সময় বিচারপ্রক্রিয়া শেষ হবে। আর তারপর রায়দান করবে নিম্ন আদালত।

নির্ভয়া মামলার ক্ষেত্রেও ঘটেছিল একই প্রক্রিয়া। ২০১৩ সালে ৩ জানুয়ারি নির্ভয়া মামলায় নিম্ন আদালতে চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ।

অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় ২ ফেব্রুয়ারি। ৩ সেপ্টেম্বর বিচারপক্রিয়া শেষ হয়েছিল। অভিযুক্তদের দোষীসাব্যস্ত করা হয় ১০ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর রায়দান করে ফাস্ট-ট্র্যাক কোর্ট। এতে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর সেই মামলা যায় দিল্লি হাইকোর্টে।

এই রায় বহাল রাখে হাইকোর্ট। তারপর সুপ্রিম কোর্টে মামলা যায়। প্রায় এক বছর শুনানি চলার পরে ২০১৭ সালের ২৭ মার্চ রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত। ৫ মে সুপ্রিম কোর্ট জানায় যে মৃত্যুদণ্ড বহাল থাকছে।

এরপর ফের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে দাখিল করা হয় যা খারিজ করে দেয় শীর্ষ আদালত। তারপর দণ্ডিতরা প্রাণভিক্ষার আর্জি জানায়। শেষপর্যন্ত ২০২০ সালের ২০ মার্চ ভোর ৫ টা ৩০ মিনিটে নির্ভয়া কাণ্ডে চার দণ্ডিতের ফাঁসি হয়েছিল। ১২ সালে নির্যাতিত নির্ভয়া বিচার পায় ২০২০ সালে।

Share this article
click me!

Latest Videos

হিন্দুনেতা Chinmay Krishna Das-এর গ্রেফতারি, বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা Suvendu-র
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar