অনুব্রত মণ্ডল জেল থেকে যেতেই শুদ্ধকরণ অভিযান বিজেপি-র। ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা হল জেলের সামনের রাস্তা।
অনুব্রত মণ্ডল জেল থেকে যেতেই শুদ্ধকরণ অভিযান বিজেপি-র। ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা হল জেলের সামনের রাস্তা। অনুব্রতকে নিয়ে যেতেই আবির উড়িয়ে বিজেপির দোলযাত্রা পালন। এদিন ঢাক-কাঁসর বাজিয়ে আসানসোল জেলের রাস্তা শুদ্ধকরণে নামে বিজেপি। জেলের সামনের রাস্তা ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে, শুদ্ধ করা হল।