আরামবাগের বলরামপুরের বাসিন্দা পদ্মাবতী দাস। তিনি যেরকম সংসার সামলান, আবার প্রতিমাও বানান। অসুস্থ স্বামীর পাশে দাঁড়াতে ঠাকুর গড়া শুরু করেছিলেন পদ্মাবতী দাস। আজ নিজের পাশাপাশি দুই বউমা সহ পরিবারের সকলেই প্রতিমা গড়ার কাজ করেন।
আরামবাগের বলরামপুরের বাসিন্দা পদ্মাবতী দাস। তিনি যেরকম সংসার সামলান, আবার প্রতিমাও বানান। অসুস্থ স্বামীর পাশে দাঁড়াতে ঠাকুর গড়া শুরু করেছিলেন পদ্মাবতী দাস। আজ নিজের পাশাপাশি দুই বউমা সহ পরিবারের সকলেই প্রতিমা গড়ার কাজ করেন। সারা বছর প্রতিমা নির্মাণ করেই দিব্যি চলে যায় তাঁদের। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়েছে। তাই শেষ মুহূর্তে চরম ব্যস্ততা এই মহিলা শিল্পীদের।