স্ত্রীকে 'শিক্ষা দিতে' সুপারি কিলার নিয়ে হাজির স্বামী! সালিশি সভাতেই স্ত্রীকে খুনের পরিকল্পনা! স্বামীর এমন কীর্তিতে তুমুল শোরগোল বারুইপুরে! গ্রেফতার দুই সুপারি কিলার, উদ্ধার আগ্নেয়াস্ত্র!
স্ত্রীকে 'শিক্ষা দিতে' সুপারি কিলার নিয়ে হাজির স্বামী! সালিশি সভাতেই স্ত্রীকে খুনের পরিকল্পনা! স্বামীর এমন কীর্তিতে তুমুল শোরগোল বারুইপুরে! গ্রেফতার দুই সুপারি কিলার, উদ্ধার আগ্নেয়াস্ত্র! অভিযুক্ত স্বামীর নাম নুর হোসেন ফকির, জীবনতলার বাসিন্দা। স্ত্রী আসমান বিবি সন্তোষপুরের বাসিন্দা। কুখ্যাত দুষ্কৃতী সাহিল খানকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।