মালদায় কংগ্রেসে 'ব্যাপক ভাঙন'। অধীরের জেলা সফরের মধ্যেই বড় ভাঙন কংগ্রেসে, হরিশ্চন্দ্রপুরে TMC-তে যোগ ৮০০ জন নেতা-কর্মীর। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের উপস্থিতিতে এই যোগদান সম্পন্ন হল।
মালদায় কংগ্রেসে 'ব্যাপক ভাঙন'। অধীরের জেলা সফরের মধ্যেই বড় ভাঙন কংগ্রেসে, হরিশ্চন্দ্রপুরে TMC-তে যোগ ৮০০ জন নেতা-কর্মীর। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের উপস্থিতিতে এই যোগদান সম্পন্ন হল। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথের নেতা- কর্মীরা তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান পর্ব ঘিরে শুরু হয়েছে জোর তরজা।