হলদিয়ার সভা থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন অভিজিৎ। 'তুমি কত তে বিক্রি হও মমতা বন্দ্যোপাধ্যায়? তীব্র আক্রমন করলেন তমলুকের বিজেপি প্রার্থী।
হলদিয়ার সভা থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন অভিজিৎ। 'তুমি কত তে বিক্রি হও মমতা বন্দ্যোপাধ্যায়? তীব্র আক্রমন করলেন তমলুকের বিজেপি প্রার্থী। পাশাপাশি বললেন 'তোমার হাতে ৮ লাখ টাকা দিলে একখানা চাকরি দাও','১০ লাখ গুঁজে দিলে আবার অন্য দেশে রেশন হাওয়া হয়ে যায়'।