ফের 'কুকথা' বিজেপি বিধায়কের। তৃণমূল নেতাদের 'জুতো মারা'-র নিদান বিজেপি বিধায়কের। হুঁশিয়ারি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ‘কোনও তৃণমূল নেতা যদি চোখ রাঙানি দেখায়, তাহলে জুতো খুলে সপাটে মারার হুঁশিয়ারি।’
ফের 'কুকথা' বিজেপি বিধায়কের। তৃণমূল নেতাদের 'জুতো মারা'-র নিদান বিজেপি বিধায়কের। হুঁশিয়ারি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। 'কোনও তৃণমূল নেতা যদি চোখ রাঙানি দেখায়, তাহলে জুতো খুলে সপাটে মারার হুঁশিয়ারি।' স্বপন মজুমদারের ব্যাখ্যা, 'যদি কেউ ভোট লুট করতে আসে তাহলে কি আমরা বসে থাকব ? আমি সেই কথাটাই বলেছি, যদি কেউ ভোট লুট করতে আসে তাহলে তাকে বাঁধা দেওয়া এবং শায়েস্তা করার।'