রাষ্ট্রপতির প্রতি আখিল গিরি কুরুচিকর মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । এবার আখিল গিরির বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে রাজ্যের রাজ্যপাল লা গণেশনের কে চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অখিল গিরির কুরুচিকর মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি | গোটা রাজ্য জুড়েই বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি | এবার রাজ্যপাল লা গণেশন কে চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ | তিনি আখিল গিরির বিধায়ক পদ খারিজের আর্জি জানান | পাশাপাশি তিনি প্রাক্তন রাজ্যপাল সাথে বর্তমান রাজ্যপালের তুলনা টেনে মন্তব্য করলেন | রাজ্যপাল যাতে ভবিষ্যতে আরও সক্রিয় হন সেই বিষয়ে আর্জিও জানান সৌমিত্র |