রানাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না পেয়ে বিক্ষোভ বিজেপি সাংসদ-বিধায়কদের। বিজেপির দাবি, সরকারি টাকায় প্রশাসনিক সভা হচ্ছে, তবুও তাদের ৭ জন বিধায়ক ও সাংসদ থাকলেও তাঁরা ডাক পাননি।
রানাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না পেয়ে বিক্ষোভ বিজেপি সাংসদ-বিধায়কদের। বিজেপির দাবি, সরকারি টাকায় প্রশাসনিক সভা হচ্ছে, তবুও তাদের ৭ জন বিধায়ক ও সাংসদ থাকলেও তাঁরা ডাক পাননি। মুখ্যমন্ত্রীর সভাস্থলের কিছুটা দূরে রামনগর ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়-সহ বিজেপির জেলা নেতৃত্বকে আটকে দেয় পুলিশ। অভিযোগ, তাদেরকে টেনে- হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির সাংসদ-বিধায়করা।