সরকারি টাকায় প্রশাসনিক সভা হচ্ছে, তবুও তাদের সাংসদ- বিধায়কদের কেন ডাকা হল না, রানাঘাটে বিক্ষোভ বিজেপি-র

রানাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না পেয়ে বিক্ষোভ বিজেপি সাংসদ-বিধায়কদের। বিজেপির দাবি, সরকারি টাকায় প্রশাসনিক সভা হচ্ছে, তবুও তাদের ৭ জন বিধায়ক ও সাংসদ থাকলেও তাঁরা ডাক পাননি।

রানাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না পেয়ে বিক্ষোভ বিজেপি সাংসদ-বিধায়কদের। বিজেপির দাবি, সরকারি টাকায় প্রশাসনিক সভা হচ্ছে, তবুও তাদের ৭ জন বিধায়ক ও সাংসদ থাকলেও তাঁরা ডাক পাননি। মুখ্যমন্ত্রীর সভাস্থলের কিছুটা দূরে রামনগর ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়-সহ বিজেপির জেলা নেতৃত্বকে আটকে দেয় পুলিশ। অভিযোগ, তাদেরকে টেনে- হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির সাংসদ-বিধায়করা।

02:57অস্মিকা ও হৃদিকার জন্য আর ১৬ কোটি লাগবেনা, বিশাল সুখবর দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়01:54North 24 Parganas News: অশান্তির জেরে এইরকম কাণ্ড ঘটবে ভাবেনি কেউ! আতঙ্কে নদীয়ার কল্যাণী, দেখুন02:06তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের উর্দিতে ফুর্তি বারাসাতের ওসির, তীব্র আক্রমণ শুভেন্দুর02:33অভিষেকের 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে প্রশ্ন খোদ বিমান বন্দ্যোপাধ্যায়ের, দেখুন কী বলছেন তিনি01:48বিবাহিত মহিলাকে একা পেয়ে এ কী করলো সিভিক ভলান্টিয়ার! চাঞ্চল্য মালদহের মানিকচকে03:37'বিষাক্ত স্যালাইনের প্রভাবে কিডনি খারাপ হতে পারে ১ লাখ মানুষের', বিস্ফোরক তথ্য দিলেন ডাক্তাররা05:56Rashifal Today: ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার সারাদিন কেমন যাবে? জানুন আজকের রাশিফলে03:44‘পরমব্রত আমার রাহুল দ্রাবিড়’ ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির প্রচারে সৃজিত মুখ্যার্জি