'২১ জুলাই-এর শহীদদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল'। 'যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি মন্ত্রী হয়েছিলেন'। 'পরবর্তীকালে তিনি রাজ্যসভার সদস্যও হয়েছিলেন'। 'যে কমিশন গঠন হয়েছিল তারাও সেরকম কিছু সামনে আনতে পারেনি'।
'২১ জুলাই-এর শহীদদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল'। 'যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি মন্ত্রী হয়েছিলেন'। 'পরবর্তীকালে তিনি রাজ্যসভার সদস্যও হয়েছিলেন'। 'যে কমিশন গঠন হয়েছিল তারাও সেরকম কিছু সামনে আনতে পারেনি'। 'শহীদের মঞ্চ মেলা-খেলার মঞ্চে পরিণত হয়েছে'। ২১ জুলাই নিয়ে বিস্ফোরক বিজেপির শমীক ভট্টাচার্য