Canning Murder : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার এক নম্বর নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের মাতলা নদীর পাশে সোমবার সকালে গণেশ মিস্ত্রী ওরফে কিঙ্কর মিস্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন গণেশ।
Canning Murder : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার এক নম্বর নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের মাতলা নদীর পাশে সোমবার সকালে গণেশ মিস্ত্রী ওরফে কিঙ্কর মিস্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন গণেশ। রবিবার তার পরিবার ক্যানিং থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে। পুলিশের প্রাথমিক অনুমান, বন্ধুদের সঙ্গে ঝামেলার জেরে গণেশকে মারধর করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।