পাচারের উদ্দেশ্যেই অপহরণ? বাঁধা আস্তেই কি নৃশংস ভাবে খুন আট বছরের শিশুকে! শিশু খুনের ঘটনায় উত্তাল বালুরঘাট। এখনও পর্যন্ত গ্রেফতার মুল অভিযুক্তসহ ৪ জন। বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকার ঘটনা।
পাচারের উদ্দেশ্যেই অপহরণ? বাঁধা আস্তেই কি নৃশংস ভাবে খুন আট বছরের শিশুকে! শিশু খুনের ঘটনায় উত্তাল বালুরঘাট। এখনও পর্যন্ত গ্রেফতার মুল অভিযুক্তসহ ৪ জন। বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকাজুড়ে চূড়ান্ত অশান্তি, জ্বালিয়ে দেওয়া হল অভিযুক্তের বাড়ি। নিহত নাবালকের নাম দীপ হালদার, তার বয়স মাত্র ৮ বছর। নাবালকের মা নেই, ঠাকুমার কাছেই থাকে। বাবা পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে কর্মরত। প্রতিবেশী যুবক মানস সিং খুনের কথা স্বীকার করেছে। এলাকা এখনও থমথমে।