কাঁচরাপাড়া গান্ধী মোড়-এ কোন হকার উচ্ছেদ হবে না' আশ্বাস চেয়ারম্যান কমল অধিকারী-র। অনিশ্চয়তা দূর হল ১১০ জন হকারের। দীর্ঘদিন ধরেই হকার 'উচ্ছেদ' নিয়ে 'গুজব' চলছিল।
কাঁচরাপাড়া গান্ধী মোড়-এ কোন হকার উচ্ছেদ হবে না' আশ্বাস চেয়ারম্যান কমল অধিকারী-র। অনিশ্চয়তা দূর হল ১১০ জন হকারের। দীর্ঘদিন ধরেই হকার 'উচ্ছেদ' নিয়ে 'গুজব' চলছিল। চেয়ারম্যান কমল অধিকারী-র মন্তব্য কোন উচ্ছেদ হবে না। গরীব হকারদের পাশে খোদ পুরপ্রধান। অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে হকারদের। পাশে থাকার আশ্বাস চেয়ারম্যান-এর।