বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে মমতাকে কার্যত হুঙ্কার দিলেন চন্দনা বাউড়ি। 'এই মুখ্যমন্ত্রীকে গঙ্গায় বিসর্জন দিয়েই ছাড়ব' বললেন তিনি।
বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে মমতাকে কার্যত হুঙ্কার দিলেন চন্দনা বাউড়ি। 'এই মুখ্যমন্ত্রীকে গঙ্গায় বিসর্জন দিয়েই ছাড়ব' বললেন তিনি। পাশাপাশি বললেন 'তৃণমূলের অর্ধেক মন্ত্রী জেলে বাকি অর্ধেক বেলে'। দেখে নিন কী বললেন বাঁকুড়ায় শালতোড়ার বিধায়ক বিজেপি চন্দনা বাউড়ি।