বালুরঘাট শহরে পালিত হল ছটপুজো। ভোর রাত থেকেই প্রচুর দর্শনার্থীদের ভিড়। বালুরঘাটের কংগ্রেস ঘাট থেকে কল্যাণী ঘাট পর্যন্ত ছিল ভিড়।
বালুরঘাট শহরে পালিত হল ছটপুজো। ভোর রাত থেকেই প্রচুর দর্শনার্থীদের ভিড়। বালুরঘাটের কংগ্রেস ঘাট থেকে কল্যাণী ঘাট পর্যন্ত ছিল ভিড়। অপ্রীতিকর ঘটনাটা যাতে না ঘটে তৎপর ছিল জেলা প্রশাসন। নদীবক্ষে সেফটি জোন তৈরি করে চলছিল পূর্ণস্নান। নিয়ম মেনেই আজ ভোরের সূর্য আরাধনা সম্পূর্ন হল।