সন্দেশখালি অশান্তির আবহেই হুঙ্কার মমতার। ‘সিঙ্গুর আলাদা, নন্দীগ্রাম আলাদা গুলিয়ে ফেলবেন না। রাজ্যে কোথাও রক্ত ঝরুক, আমি চাইনা। যারা বড় বড় কথা বলছে, খুলবো ভাণ্ডার। ভাণ্ডারে অনেক কিছু জমা আছে আমার’
সন্দেশখালি অশান্তির আবহেই হুঙ্কার মমতার। 'সিঙ্গুর আলাদা, নন্দীগ্রাম আলাদা গুলিয়ে ফেলবেন না। রাজ্যে কোথাও রক্ত ঝরুক, আমি চাইনা। যারা বড় বড় কথা বলছে, খুলবো ভাণ্ডার। ভাণ্ডারে অনেক কিছু জমা আছে আমার। যখন ভাণ্ডার খুলবো না, বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। জ্ঞানত আমি ভুলকে কখনই প্রশ্রয় দিই না। অজান্তে কোন ভুল হলেও আমি সমর্থন করি না।' বাঁকুড়ার খাতরায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়