ময়নাগুড়ি ধর্মপুর এলাকায় এক গৃহবধূর সঙ্গে লাগাতার শারীরিক সম্পর্কের অভিযোগ উঠলো এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি গৃহবধূকে। গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রত্যাহার করতে চাপ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ময়নাগুড়ি ধর্মপুর এলাকায় এক গৃহবধূর সঙ্গে লাগাতার শারীরিক সম্পর্কের অভিযোগ উঠলো এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি গৃহবধূকে। গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রত্যাহার করতে চাপ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের শ্বশুর স্থানীয় তৃণমূল নেতা। তিনিও হুমকি দেন বলে অভিযোগ। গত ৮ সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূ। কিন্তু তারপরেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে গৃহবধূর অভিযোগ। এরপর গত ১১ সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ফোন করে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা যায়নি। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দ্রুত গ্রেফতার হবে বলে আশ্বাস দিয়েছেন।