কোচবিহারের তুফানগঞ্জ এর ২০৪ নম্বর বুথে রাতের অন্ধকারে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। কোচবিহারের তুফানগঞ্জ এর ব্লক-১ এর নাককাটি গাছ গ্রামের ঘটনা। ২০৪ নম্বর বুথে রাতের অন্ধকারে ই বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। নির্বাচনের পর থেকেই এই এলাকায় সন্ত্রাসের অভিযোগ বিজেপির। বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।