নদীতে আস্ত কুমির! ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচকের কাঞ্চনটোলা এলাকায়। শুক্রবার দুপুরে কালিন্দ্রী নদীতে একটি কুমিরকে দেখতে পান স্থানীয়রা। খবর জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মালদা বনদপ্তরের আধিকারিক ছুটে আসেন।
নদীতে আস্ত কুমির! ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচকের কাঞ্চনটোলা এলাকায়। শুক্রবার দুপুরে কালিন্দ্রী নদীতে একটি কুমিরকে দেখতে পান স্থানীয়রা। খবর জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মালদা বনদপ্তরের আধিকারিক ছুটে আসেন। পাশাপাশি সতর্ক করা হয়েছে গ্রামবাসীদের। নদীতে স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কুমিরটির উপর নজরদারি চালাচ্ছে বনদপ্তরের একটি দল। খাবারের সন্ধানেই বড় নদী থেকে কুমিরটি এখানে চলে এসেছে, অনুমান বিশেষজ্ঞদের। মূল নদীতে কুমিরটিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বনদপ্তর। ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ।