আর কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ আকার নিয়ে আছড়ে পড়বে সাইক্লোন দানা! জেলায় জেলায় সতর্কতা জারি! কখন কোথায় ল্যান্ডফল জানুন বিস্তারিত

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় 'দানা' ২৪শে অক্টোবর পুরী ও সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের ২৫শে অক্টোবর পর্যন্ত মাছ ধরতে নিষেধ করা হয়েছে।
deblina dey | Published : Oct 23, 2024 1:27 AM IST / Updated: Oct 23 2024, 02:40 PM IST
120

Weather News: আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন,“এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ২৩অক্টোবর সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নিঝড়ে পরিনত হবে।

220

এরপর তা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ২৪অক্টোবর বৃহস্পতিবার সকালে প্রবল ঘুর্নিঝড়ে পরিনত হবে। 

320

এই প্রবল ঘূর্নিঝড়টি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকুলের মধ্যবর্তী অঞ্চল পুরী ও সাগরদ্বীপ অতিক্রম করবে ২৪অক্টোবর রাত ও ২৫ অক্টোবর সকালে।

420

সোমবারের সুষ্পষ্ট নিম্নচাপ মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপ ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে পশ্চিম- উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। 

520

বর্তমানে তা ওড়িশার দক্ষিন পূর্ব পারাদ্বীপের ৭০০ কিলোমিটার এবং দক্ষিন-দক্ষিন পূর্ব সাগরদ্বীপের ৭৫০ কিলোমিটার ও বাংলাদেশের দক্ষিন-দক্ষিনপূর্ব খেপুপাড়ার দিক থেকে ৭৩০ কিলোমিটার দূরে রয়েছে।

620

এই প্রবল ঘূর্নিঝড়টির সমুদ্রের ওপর হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘণ্টায় ১০০থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ১২০কিলোমিটার পৌঁছতে পারে”।

720

২৩অক্টোবর দুই চব্বিশ পরগনা,দুই মেদিনীপুরের বহু জায়গায় বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 

820

দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

920

আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা তবে ধীরে ধীরে তা মেঘলা আকাশে পরিনত হবে। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ডিগ্রী এবং ২৫ ডিগ্রীর আশেপাশে থাকবে।

1020

ঘূর্নিঝড় দানার সম্ভাব্য ল্যান্ডফল - 

পুরী থেকে সাগর আইল্যান্ডের মাঝামাঝি কোনও স্থানে। তবে নির্দিষ্ট করে কোনও জায়গার নাম আলিপুরআবহাওয়া দপ্তর এবং মৌসম ভবন জানায়নি বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয়অধিকর্তা। 

1120

ইতিমধ্যেই ঘুর্নিঝড় দানা চাঁদবালিতে আছড়ে পড়বে বলে ছড়িয়েছে। সেই খবরে মান্যতা এখনই দিতে রাজি নয় হাওয়া অফিস। তবে আমফানের তুলনায় কম শক্তিশালী। তবে তীব্র ঘূর্ণিঝড় দানা।

1220

২৪অক্টোবর বৃহস্পতিবার বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিনবঙ্গের সর্বত্র হবে। দুই মেদিনীপুর এবং দক্ষিন ২৪পরগনায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। 

1320

ভারী থেকে অতিভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলী উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় হবে। 

1420

হাওয়া অফিস এই অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিনবঙ্গের বেশ কিছু অঞ্চলের জন্য জারি করেছে আলিপুর।

1520

২৫ অক্টোবর শুক্রবার দক্ষিনবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা দুই মেদিনীপুর দক্ষিন ২৪পরগনা ও ঝাড়গ্রামের ওপর জারি করা হয়েছে। 

1620

অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশের জন্য হাওয়া অফিস জারি করেছে। 

1720

অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে কলকাতা হাওড়া হুগলী উত্তর ২৪পরগনা বাঁকুড়া পুরুলিয়ার কিছু অঞ্চলের জন্য।

1820

দক্ষিনবঙ্গের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিনবঙ্গের বাকি জেলার জন্য জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

1920

২৬ অক্টোবর শনিবার দক্ষিনবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

2020

তবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য জারি করেছে আলিপুর। মৎস্যজীবীদের ইতিমধ্যে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos