১০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল', ২৫-২৮ মে গোটা বাংলায় দুর্যোগের পূর্বাভাস
ধেয়ে আসছে ঘূর্ণিঝ়ড় রেমাল। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই শক্তিশালী চেহারা নিচ্ছে। নিম্নচাপটি। যার জেরে ২৫ মে থেকেই প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। বৃষ্টি হবে উত্তরেও।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২৪ মে থেকে ধীরে ধীরে তাণ্ডব দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড় রেমাল। এটি হারাবে ২৮ মে। এটি শক্তিশালী ঘূর্ণিঢঝড়ের রূপ নিতে পারে।
রেমালের গতিবেগ
ঘূর্ণিঝড়ের চেহারা নিলে রেমালের ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। তবে কোনও কোনও জায়গায় ঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিলোমিটার।
আলিপুর হাওয়া অফিসের সতর্কতা
আলিপুর হাওয়া অফিস ২৫ মে থেকেই দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে।
লাল সতর্কতা জারি
পরের দিন অর্থাৎ ২৬ মে লাল সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনার জন্য। এই দিন ১২-২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
কমলা সতর্কতা
একই দিনে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া,হুলগি , নদিয়া আর পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হলুদ সতর্কতা
আলিপুর হাওয়া অফিস এই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের জন্য। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঝড়ের গতিবেগ
আলিপুর হাওয়া অফিসের বার্তা আনুযায়ী ২৫ মে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
রেমালের গতিবেগ
যদি ঘূর্ণিঝড় তৈরি হতে তাহলে সেটি ২৬ মে আছড়ে পড়তে পারে স্থলভাগে। আগেই হাওয়া অফিস জানিয়েছিল পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এটি আছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের সবথেকে বেশি প্রভাব থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে ২৭ মে কমলা সতর্কতা জারি করা হয়েছে।এই দিন হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। পরের দিনেও উত্তরবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।