শুক্রবার দুপুরে বনগাঁ থানার খরুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় ঘটলো বিপত্তি। স্কুলের পাশে রাস্তা তৈরীর খোয়ায় ভীষণ বিস্ফোরণ। টিফিনে মাছ ধরা দেখতে বাইরে বেরিয়েই আহত হয় দুই পঞ্চম শ্রেণির ছাত্র।
শুক্রবার দুপুরে বনগাঁ থানার খরুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় ঘটলো বিপত্তি। স্কুলের পাশে রাস্তা তৈরীর খোয়ায় ভীষণ বিস্ফোরণ। টিফিনে মাছ ধরা দেখতে বাইরে বেরিয়েই আহত হয় দুই পঞ্চম শ্রেণির ছাত্র। আহত ছাত্রদের সঙ্গে সঙ্গেই হাসপাতালে পাঠানো হয়। আতঙ্কে গোটা এলাকা।