শ্যামনগরে এক্সাইড ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন। আগুন লাগে আজ দুপুর ২ টা নাগাদ। প্রথমে কারখানার বয়লার-এ আগুন লাগে। বয়লার ডিজেল চালিত, তাই আগুন ছড়িয়ে পড়ে।
শ্যামনগরে এক্সাইড ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন। আগুন লাগে আজ দুপুর ২ টা নাগাদ। প্রথমে কারখানার বয়লার-এ আগুন লাগে। বয়লার ডিজেল চালিত, তাই আগুন ছড়িয়ে পড়ে। ২০ মিনিটের মধ্যে দমকল পৌঁছয় কারখানায়। ৪ টি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কোন জীবনহানির খবর নেই। কিভাবে আগুন লাগল, তদন্তে পুলিশ।