যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল ঢোলাহাট। পিটিয়ে খুনের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে! ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ছুটে আসেন স্থানীয় মহিলারা। এরপরেই শুরু হয় পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে ধস্তাধস্তি।
যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল ঢোলাহাট। পিটিয়ে খুনের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে! ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ছুটে আসেন স্থানীয় মহিলারা। এরপরেই শুরু হয় পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে ধস্তাধস্তি। ঘটনাস্থল, ঢোলাহাটের ঘাটমুকুলতলা এলাকা। মৃত যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। যুবকের মৃত্যুতে ৪ পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ এনেছে মৃতের পরিবার। ঘটনাস্থল এখনও থমথমে, উত্তেজনা রয়েছে এলাকায়।