বেলুড় মঠে মহা সমারোহে পালিত হল দোল উৎসব । সন্ন্যাসী মহারাজেরা ঢোল, করতাল, আবির নিয়ে কীর্তন করতে করতে মঠ প্রাঙ্গণ ঘোরেন ।
বেলুড় মঠে মহা সমারোহে পালিত হল দোল উৎসব | শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠান শুরু হয় | সন্ন্যাসী মহারাজেরা ঢোল, করতাল, আবির নিয়ে কীর্তন করতে করতে মঠ প্রাঙ্গণ ঘোরেন | তবে এবার মঠে উপস্থিত রয়েছেন বহু সাধারণ ভক্ত দর্শনার্থী |